এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের কেদারগঞ্জ বাসস্ট্যান্ড কার্যালয়ে চুয়াডাঙ্গা যুবদলের আয়োজনে জরুরি আলোচনা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আয়নুল হক পচা, জেলা বিএনপি নেতা আরশেদ আলী কালু, জেলা কৃষকদলের হামিদুল হক নেতাজী, জেলা ওলামা দলের সভাপতি ফজলুর রহমান, জেলা তৃণমূল দলের আহ্বায়ক আবু বক্কর আবু, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ওহিদ, ২ নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পিন্টু মিয়া। উপস্থিত ছিলেন সদর থানা তৃণমূল দলের যুগ্মআহ্বায়ক আব্দুল গনি, পৌর যুগ্মআহ্বায়ক আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন, থানা মৎস্যজীবী দলের যুগ্মআহ্বায়ক টুটুল, ওয়ার্ড সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবদল নেতা শরিফুল, জুয়েল, বাবলু, সাহা করিম, কাদের মুরশিদ মানিক, রবি, সাহাব উদ্দিন, মুনছুর, বাবলু বাবলু-২, হাবলু, মোমিন, কোরবান, জিয়াত আলীসহ কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্মসাধারণ সম্পাদক জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকবাল হোসেন ও আশরাফুল আলম বাবলু।
‘প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করুন, এমপি যেই হোক না কেন সকলেরই দল লাগবে। আমরা দল ছাড়া রাজনীতি করতে এসেছি, মনোনয়ন চাইবো, না পেলে যে পাবে আমরা সকলেই তার হয়ে কাজ করবো। সেই সাথে আজ রোববার যাতে সন্দুরভাবে উদযাপন করতে পারি সে জন্য সকল নেতাকর্মীদের যথা সময়ে ১ নং পানি ট্যাঙ্কের এলাকায় সকাল ১১টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।’