ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রাম থেকে জামায়াতকর্মী রাহাজ উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাহাজ উদ্দিন একই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে জামায়াতকর্মী রাহাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। পুলিশ কনস্টেবল ওমর ফারুক হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।