মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা নীলমণিগঞ্জ ফুটবলমাঠে গতকাল শুক্রবার বিকেলে মনোমুগ্ধকর প্রীতি ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহন করে সিপি কোম্পানি বাংলাদেশ লিমিটেড এবং সুবদিয়ার গৌধুলী স্পোর্টিং ক্লাব। খেলায় গৌধুলী স্পোর্টিং ক্লাব ২-১ গোলে সিপি কোম্পানী বাংলাদেশ লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে মাঠ চত্বরে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল আমিন। ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নিপুলের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন এনডিসি মোখলেছুর রহমান, সিপি কোম্পানি জেনারেল ম্যানেজার মি. থ্যাপা প্রমুখ।