গাংনী প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী পৌরসভাধীন পুর্ব মালসাদহ গ্রামে র্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে হোসেন ওরফে পিচ্চি হোসেন ওরফে বোমারু হোসেনকে (২৪) আটক করেছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকের এ অভিযানে তার নিজ বাড়ি থেকে একটি এলজি সার্টারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।