মাথাভাঙ্গা অনলাইন : সদ্য শেষ হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) উদ্বোধনী আসর। যার উদ্বোধনী শিরোপা ঘরে তুলেছে ক্রিস গেইলের জ্যামাইকা তালাওয়াহস। আর সেই প্রতিযোগিতা থেকেই সেরা পারফরমারদের নিয়ে সেরা একাদশ গঠন করেছে ক্রিকেট বোদ্ধারা। যেখানে বিদেশিদের তালিকা থেকে রয়েছেন বাংলাদেশের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।
মূলত প্রতিযোগিতার পারফরমেন্স বিবেচনায় নিয়েই গঠন করা হয়েছে প্রতিযোগিতার সেরা একাদশ। যেখানে ছয়জনই স্থান পেয়েছেন ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করা দুই দল জ্যামাইকা তালাওয়াহস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স থেকে।
উল্লেখ্য, সিপিএলে সেমি ফাইনাল থেকে বিদায় নিয়েছিল সাকিবের দল বারবাডোজ। যেখানে জ্যামাইকা তালাওয়াহসের কাছে ৭ উইকেটে হেরেছিল তারা।
১. আন্দ্রে ফ্লেচার (সেন্ট লুসিয়া)
২. ক্রিস গেইল (জ্যামাইকা তালাওয়াহস, অধিনায়ক)
৩. লেন্ডল সিমন্স (গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স)
৪. শোয়েব মালিক (বারবাডোজ ট্রাইডেন্টস)
৫. জেমস ফ্যাঙ্কলিন (গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স)
৬. আন্দ্রে রাসেল (জ্যামাইকা তালাওয়াহস)
৭. মারলন স্যামুয়েলস (অ্যান্টিগা হকসবিলস)
৮. সাকিব আল হাসান (বারবাডোজ ট্রাইডেন্টস )
৯. রায়াদ এমরিট (বারবাডোজ ট্রাইডেন্টস )
১০. ক্রিশমার সান্তোকি (গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স)
১১. মুত্তিয়া মুরালি ধরন (জ্যামাইকা তালাওয়াহস)
১২. অ্যাশলি নার্স (বারবাডোজ ট্রাইডেন্টস )