গতকাল সকাল ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয়ে সংগঠনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক শেখ সেলিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহসভাপতি তাইজাল হোসেন, কোষাধ্যক্ষ ওসমান গনি, দামুড়হুদা উপজেলার শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান, জীবননগর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ঝিনুক বালিকা বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক নূরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ, মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর কুমার পাত্র, বাসিস সদর উপজেলা কমিটির কোষধ্যক্ষ মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, সহকারী সম্পাদক মনিরুজ্জামান মিঠু, জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম, আব্দুল মমিন, সোহেব আহম্মেদ, নূর হোসেন, নাহারুল ইসলাম, মোহাম্মদ অলি উল্লাহ, আব্দুর রাজ্জাক, আতিয়ার রহমান, আখতার হোসেন প্রমুখ। সভায় বক্তারা শিক্ষকদের জন্য পৃথক বেতন মঞ্জুরি কমিশন ঘোষণা না করে শিক্ষা আইন-২০১৩ বিষয়ে ব্যাপক সমালোচনা করেন। এছাড়া প্রাইভেট ও কোচিং বন্ধের বিষয়ে তীব্র প্রতিবাদ করেন।–প্রেসবিজ্ঞপ্তি।