আলমডাঙ্গার সোনাতনপুর গ্রামে বন্ধুর মৃত্যুর খবর শুনে বন্ধুর মৃত্যু : পাশাপাশি দাফন

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার সোনতনপুর গ্রামে বাল্যবন্ধু আলমের মৃত্যুর খবর শুনে অপর বন্ধু নুরুল ইন্তেকাল করেছেন। গত বুধবার দুজনই আকস্মিক ইন্তেকাল করেন। গতকাল সকালে একই স্থানে দু বন্ধুকে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। এ ঘটনায় সোনতনপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।

এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের কাঙ্গালী মণ্ডলের বড় ছেলে আলম হোসেন (৫০) গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। একই গ্রামের মৃত হাজি আশরাফ আলীর ছেলে নুরুল হক ছিলেন আলমের বাল্যবন্ধু। তিনি আলমের মৃত্যুর খবর শুনে আলমের বাড়িতে তার লাশ দেখতে যান। এক পর্যায়ে বাড়িতে ফিরে রাত সাড়ে ১১টার দিকে নুরুলও (৫২) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। গতকাল সকাল ৯টায় গ্রামের গোরস্তান চত্বরে দু বন্ধুর পর পর নামাজে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়।