মাথাভাঙ্গা অনলাইন : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত থেকে আটককৃত বাংলাদেশীকে ভারতের কৃষ্ণগড় থানায় সোপর্দ করা হয়েছে।বুধবার দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ এ কথা জানান। বাংলাদেশ সীমান্তের কুসুমপুর বিওপির ৬১/৭ নং মেইন পিলার এর নিকট এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার জমসেদ আলী এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ নোনাগঞ্জ ক্যাম্পের এসি জবার সিং।বৈঠকে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, যেহেতু ফয়সালকে ভারতের অভ্যন্তর থেকে আটক করা হয়েছে, সে কারণে তাকে ভারতের কৃষ্ণগড় থানায় সোপর্দ করা হয়েছে। আইনের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনতে হবে।
উল্লেখ্য, ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামের খোকন মন্ডলের ছেলে ফয়সাল আহমেদ আজ ভোর ৬ টার দিকে কুসুমপুর সীমান্তের মেইন পিলার ৬১ এর পাশ দিয়ে ভারতের ২ কিলেমিটার অভ্যন্তরে গরু আনার জন্য প্রবেশ করে। এ সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ এর স্পেশাল টিম ফয়সালকে আটক করে।