স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেট জেলা ও মহানগরে আজ বৃহস্পতিবার হরতাল পালন করবে সেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। বিএনপি এ হরতালে সমর্থন দিয়েছে। এ হরতালের মাধ্যমেই সারাদেশে কঠোর আন্দোলনের শুরু হবে বলে মনে করছেন ইলিয়াস অনুসারীরা। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক মকন মিয়া চেয়ারম্যান জানান, ১৭ আগস্টের ডাকা এ হরতাল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, তাঁতিদল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে পালিত হবে। এদিকে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আগামী তিন সেপ্টেম্বর তার নিজ উপজেলা বিশ্বনাথেও হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। এদিকে হরতালের সমর্থনে বুধবার সিলেট শহরে মিছিল করেছে যুবদলও ছাত্রদল। উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন সিলেট বিভাগের প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী। তার সন্ধান দাবিতে বিএনপি আন্দোলন অব্যাহত রেখেছে।