আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে গাঁজাব্যবসায়ী আলমডাঙ্গা কলেজপাড়ার জসিম উদ্দিনকে ৭ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আনজুমানা আরা গতকাল ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার লুৎফর কবীরের নেতৃত্বে এএসআই তরিকুল ইসলাম এক অভিযান চালিয়ে শহরের কলেজপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী জসিম উদ্দিনকে (৩৫) আটক করেন। এ সময় তার নিকট থেকে ১৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে উপজেলা নির্বাহী অফিসার থানায় ছুটে আসেন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকব্যবসার অভিযোগে জসিম উদ্দিনকে ৭ মাসের কারাদণ্ড প্রদান করেন। গতকালই পুলিশ সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করেছে।