দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গেয়ালগ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে রসুনা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি গোয়ালগ্রাম কাইকপাড়া গ্রামের ওয়াজ আলীর স্ত্রী।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে রসুনা খাতুন গোসল শেষে কাপড় শোকানোর তারে কাপড় দিতে গেলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ জানায়, বিদ্যুতের তার থেকে আবধানতার কারণে কাপড় শোকানোর তারে বিদ্যুত প্রবাহিত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।