গাংনী প্রতিনিধি ঃ
মেহেরপুর গাংনী উপজেলার রাজাপুর গ্রামে দু’ল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ক্ষেতের ফসল নষ্ট কেন্দ্র করে রাজাপুর ও পার্শ্ববর্তী খলিশাকুন্ডি গ্রামবাসীর মধ্যে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশ ও আনছারের দুই সদস্যসহ কয়েকজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।