মাথাভাঙ্গা অনলাইন : খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদীতে ট্রলার ডুবিতে নারী শিশুসহ ৪ জন এখনো নিখোঁজ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকালে উপজেলার বিরাট এলাকা থেকে প্রায় শতাধিক যাত্রীবাহী একটি ট্রলার বটিয়াঘাটা যাচ্ছিল। বেলা ১১ টার দিকে পথে স্রোতের মধ্যে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৫ যাত্রী নিখোঁজ হয়। নিখোঁজ থাকা যাত্রীদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন বিরাট গ্রামের সবুর ফকির (৫৫) নুর আলী শেখ(৬৫) এবং শেফায়েত (৫০)।
দৈনিক মাথাভাঙ্গা । এগিয়ে থাকে, এগিয়ে রাখে ।