জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল

মাথাভাঙ্গা অনলাইন : সীমান্তে সহিংসতা বন্ধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং মাদক চোরাচালান বন্ধে রোববার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত টানা ৩ ঘন্টা জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল দিয়েছে।

বিজিবি মেদিনীপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার তোতা মিয়া জানান, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির গয়েশপুর কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৭৩ ব্যাটালিয়নের টুঙ্গি কোম্পানী কমান্ডার ইন্সেপেক্টর ইয়াদব সিং যৌথ টহলে উভয় দেশের পক্ষে নেতৃত্ব প্রদাণ করেন। উপজেলার মেদিনীপুর ও নতুনপাড়া সীমান্তের ৫ কিলোমিটার এলাকাজুড়ে বিজিবি-বিএসএফের এ যৌথ টহল অনুষ্ঠিত হয়।