দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দর্শনা রামনগরের রিপনের ৬ মাসের কারাদণ্ড
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মাদকদ্রব্য আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন দর্শনা রামনগর গ্রামের আজিজুল হকের ছেলে রিপনের কাছ থেকে ৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। অভিযুক্ত রিপনকে (৩৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ৯ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন। গতকাল সোমবার বিকেলে তিনি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এদিকে স্বামীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়ায় রিপনের তৃতীয় স্ত্রী শাহানাজ পারভীন ভ্রাম্যমাণ আদালতের বিচারককে হুমকি প্রদান করে লেখালেখি বন্ধ করতে বলেন। বিচারকী কাজে বাধা প্রদান করায় তাকে তাৎক্ষণিকভাবে থানা হাজতে পাঠানো হয়।