স্টাফ রিপোর্টার: দৃষ্টি কাড়তে না পারলে কি আর ভক্ত জোটে? ভক্তমুরিদানের আনাগোনা না বাড়লে আস্তানা জমবে কীভাবে? তাই তো জন্মদিনেও প্রচার প্রচারণা আর কেক কাটার আয়োজনে কমতি ছিলো না। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর নারায়ণপুর দরবার শরীফের পীরের ৭৪ তম জন্মদিনে ১০১ পাউন্ড কেক কাটা আর সাড়ে ৩২ মণ দুধের পায়েশ রান্নাসহ তা বিতরণ দেখে স্থানীয়দের অনেকেই এ মন্তব্য করেছেন।
ভক্তরা অবশ্য বলেছেন, শাহ সুফী হযরত আব্দুল গনি চিশতী (র.) এর ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় ১০১ পাউন্ড ওজনের কেক কাটা ও সাড়ে ৩২ মণ দুধের পায়েস রান্না করা হয়। যা দিয়ে ভক্ত ও আশেকান ছাড়াও আমন্ত্রিত অতিথিদেরকে আপ্যায়ন করা হয়। উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত থেকে পীরের অনুসারীরা অংশগ্রহণ করেন। গতকাল রোববার পীর শাহ সুফী হযরত আব্দুল গনি চিশতী (র.) এর জন্মদিন হলেও শনিবার রাত থেকেই ভক্ত আশেকানরা শ্রীনগর নারায়ণপুর দরবার শরীফ চত্বরে এসে সমবেত হতে থাকেন। দরবার চত্বরে একই সঙ্গে অসংখ্য ডেকচিতে দুধের পায়েস রান্নার দৃশ্য চোখে পড়ে। নাকে আসে ঘ্রাণ। জন্মদিনের কেক কাটার সময় ভক্ত আশেকানের কণ্ঠে ধ্বনিত হয় ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’। এ সময় ভক্তদের মধ্যে ভক্তির নির্দশন লক্ষ্য করা গেলেও উৎসুকদের মুখে ছিলো চাপা হাসি। কেউ কেউ বলেছেন, আধুনিকতার ছোয়া এখন পীর, পীরের দরবারেও।