মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় বালিকা হ্যান্ডবলে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় জয়ী হয়েছে। গতকাল সোমবার সকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত বালিকা হ্যান্ডবলের ১ম খেলায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫-০ পয়েন্টে মেহেরপুর আলিয়া মাদরাসাকে পরাজিত করেছে। হ্যান্ডবলের অপর খেলায় মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫-০ পয়েন্টে বাড়িবাকা সীমান্ত বালিকা বিদ্যালয়কে পরাজিত করেছে।
এদিকে একই মাঠে অনুষ্ঠিত ফুটবলে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে উজুলপুর মাধ্যমিক এবং টাইব্রেকারের মাধ্যমে বারাদী মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।