দামুড়হুদায় ৪২তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৪২তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপি বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা স্টেডিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জেলা আ.লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা কৃষি অফিসার কৃপাংশু শেখর বিশ্বাস, দামুড়হুদা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুর জাহান খাতুন, দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকমত আলী মণ্ডল, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হুমায়ন কবীর, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সকালে দামুড়হুদা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মধ্যে হ্যাণ্ডবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দামুড়হুদা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ৫-২ গোলে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে। বিকেলে উপজেলা স্টেডিয়ামে ছেলেদের ফুটবল খেলায় দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় টাইব্রেকারে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে। মেয়েদের ফুটবলে কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে দামুড়হুদা পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় রেফারি ছিলেন শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান, ইউসুফ আলী ও তিতুয়ার রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষক আব্দুল লতিফ।