মাথাভাঙ্গা মনিটর: এবার চালকবিহীন ট্যাক্সি তৈরি করবে প্রুযুক্তি প্রতিষ্ঠান গুগল। প্রতিষ্ঠানটি যাত্রী পরিবহনের জন্য রোবো-ট্যাক্সি নামে এ চালকবিহীন গাড়ি তৈরির পরিকল্পনা করেছে। গুগলের এ রোবো-ট্যাক্সি তৈরির চূড়ান্ত লক্ষ্যই থাকবে প্রয়োজনের সময় যাত্রী পরিবহণ করা। গুগল কর্মকর্তারা বিশ্বাস করেন, এর মাধ্যমে সারাবিশ্বের পরিবহন ব্যবস্থার নবরূপায়ণ ঘটবে। তারা আরও বিশ্বাস করেন, পরিবেশবান্ধব এ ব্যবস্থার মাধ্যমে সড়ক দুর্ঘটনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। গুগল ২০১০ সালে চালকবিহীন গাড়ি্ তৈরির প্রজেক্ট শুরু করে। এরপর এ ব্যবস্থার জন্য গুগলের তৈরি সফটওয়্যার টয়োটা প্রিয়াস ও লেক্সাস আরএক্স মডেলের গাড়িতে ইন্সটল করা হয়েছে। গাড়িগুলোতে ক্যামেরা, সেন্সর, রাডার ও প্রতিষ্ঠানটির তৈরি নিজস্ব সফটওয়্যার যুক্ত করা হয়েছে। পরীক্ষামূলকভাবে চালানোর জন্য যুক্তরাজ্যের কিছু রাস্তায় এ বছরের শেষের দিকে এসব গাড়ি নামানো হবে। ধারণা করা হচ্ছে, ইচ্ছা না থাকলেও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো গুগলের সাথে অংশীদারিত্বে কাজ করবে। তারা নিশ্চয়ই চাইবে না প্রযুক্তি প্রতিষ্ঠানটি গাড়ি নির্মাণ শিল্পে একাই পা রাখুক। গত সপ্তায় একটি জার্মান সংবাদ মাধ্যম জানায়, গুগল তার নিজস্ব গাড়ির যন্ত্রাংশ সরবরাহের জন্য পৃথিবীর বৃহত্তম গাড়ির যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান কন্টিনেন্টালের সাথে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।