মাথাভাঙ্গা অনলাইন : পুলিশের ৫ জন ডিআইজিসহ ১৪ শীর্ষ কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব আশফাকুল নোমান স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
ওই আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এসএম মনিরুজ্জামানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার শফিকুর রহমানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শামছুদ্দিনকে খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, সিআইডি’র ডিআইজি শৈবাল কান্তি চৌধুরীকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।
এছাড়া, টাঙ্গাইলের পুলিশ সুপার ফজলুর রহমানকে কেএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। রাঙামাটি পিএসটিএস’র কমান্ডেন্ট (পুলিশ সুপার) মোর্শেদ আলমকে ঢাকার পিবিআইতে, পুলিশ সদর দফতরের এআইজি সিবখত উল্লাহকে পঞ্চম এপিবিএন’র অধিনায়ক হিসেবে, বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসানকে পুলিশ সদর দফতরের এআইজি হিসেবে, বরিশাল রেঞ্জ অফিসের সংযুক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে পুলিশ সদর দফতরের এআইজি হিসেবে, রংপুর রেঞ্জ অফিসের সংযুক্ত পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যকে বান্দরবানের পুলিশ সুপার হিসেবে, গাইবান্ধার সাবেক পুলিশ সুপার ও বর্তমান রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত একেএম নাহিদুল ইসলামকে মেহেরপুরের পুলিশ সুপার, মেহেরেপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেনকে হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের এআইজি মুশফিকুর রহমানকে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে রদবদল করা হয়েছে।