মাথাভাঙ্গা মনিটর: ইংল্যান্ড সফরে অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ এ দল। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ওযানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে চার উইকেটে সান্ত্বনার জয় পেলো তারা। স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে। ইংল্যান্ড লায়ন্স: ৩১৯/৭ (৫০a ওভার), বাংলাদেশ এ: ৩২৪/৬ (৪৯ ওভার), ফল: বাংলাদেশ এ দল চার উইকেটে জয়ী। গত শনিবার প্রথমে ব্যাট করতে নেমে গ্যারি ব্যালান্স ও জেমস ভিন্সের ব্যাটে বড় সংগ্রহ করে স্বাগতিকরা। ব্যালান্স ১০২ বলে সাত চারে ৮৭ রানের সেরা ইনিংস খেলেন। ভিন্সের ব্যাট থেকে আসে ৬৩ রান। এছাড়া জেমস টেলরের ৪৪ ও অধিনায়ক লুক রাইটের ৩১ রানে সফরকারীদের বড় লক্ষ্য দেয় লায়ন্স। ক্রিস জর্ডান ২৬ রানে অপরাজিত ছিলেন।
সফরকারীদের পক্ষে আল-আমিন হোসেন তিনটি ও রবিউল ইসলাম দুটি উইকেট দখল করেন। লক্ষ্যে নেমে ৬৫ রানের মধ্যে দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে এ দল। তবে রকিবুল হাসান ও নাঈম ইসলামের শত রানের জুটিতে পথে ফিরে সফরকারীরা। ১০৪ রানের এ জুটি ভাঙেন ড্যানি ব্রিগস। রকিবুল দ্বিতীয় সেরা ৭২ রানে আউট হন। তবে নাঈমের ঝড়ো ইনিংসের সুবাদে বড় লক্ষ্যও সহজ হয়ে যায়। ১০০ বলে ১২১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ম্যাচজয়ী ইনিংসে ১৫টি চার ও দুটি ছয় হাঁকিয়েছেন নাঈম। এছাড়া শামসুর রহমানের ৩৫ ও ইমরুল কায়েসের ২৮ রানও গুরুত্বপূর্ণ অবদান রাখে। লায়ন্সের পক্ষে বেন স্টোকস তিনটি উইকেট দখল করেন।