স্টাফ রিপোর্টার: বগুড়ায় র্যাবের হাতে জঙ্গি সন্দেহে আটক তিন জনকে আলাদা তিন মামলায় ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল
শনিবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল হামিদ মামলার তদন্তকারী কর্মকর্তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিকেলে বগুড়া জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) ও দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা নুর-এ-আলম জানান, শুক্রবার জঙ্গিদের বিরুদ্ধে দায়ের হওয়া আলাদা তিনটি মামলায় নথিভুক্ত হলে তদন্তের স্বার্থে শনিবার প্রত্যেকটি মামলায় ১৫ দিন করে মোট ৪৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। প্রসঙ্গত, ২২ আগস্ট বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া ইয়াছিনপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা দুলালের বাড়িতে অত্যাধুনিক আগ্নেয় ও ধারালো অস্ত্র, গোলাবারুদ ও জিহাদি বইসহ জঙ্গি সন্দেহে তিন জনকে আটক করে র্যাব-১২। পরে আটক তিন জন এবং পলাতক একজনসহ মোট ১৯ জনকে আসামি করে অস্ত্র আইন, সরকারি কাজে বাধা ও সন্ত্রাস দমন আইনে আলাদা তিনটি মামলা করে র্যাব।