দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী জয়পুর গোড়েরপাড়া এলাকা থেকে ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। গত শুক্রবার রাত ২টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২শ’ বোতল ফেনসিডিলসহ মনিরুল (৩০) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করে। সে জামালপুর গ্রামের ওমর আলীর আলীর ছেলে। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, মনিরুল ভারত থেকে ফেনসিডিল এনে দেশের ভেতরে পাচারের সময় তাকে পুলিশ আটক করে।