স্টাফ রিপোর্টার: ঢাকার সেগুন বাগিচায় ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্সের (এনএসআই) সদর দপ্তরে আগুন লেগেছে। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়।তবে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলেও জানানো হয়।জানা যায়, শুক্রবার ও শনিবার এনএসআইয়ের অফিস বন্ধ থাকে। বিকেল সোয়া ৫টার দিকে ওই ভবনের দু,তলায় শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে দু’টি ইউনিট সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।