ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৩টি বোমার বিস্ফোরণ ঘটে। এতে আলম নামে এক হোটেল ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে সদর উপজেলার হলিধানী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ও ইউনিয়ন যুবলীগ নেতা বিপ্লব হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিলো। শুক্রবার উভয় গ্রুপের কর্মী-সমর্থকরা লাঠিসোঁটা, দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা শুরু করে। তারা বাজারে ৩টি বোমার বিস্ফোরণ ঘটায়। স্থানীয় কাতলামারী ক্যাম্পের এএসআই আসাদুজ্জামান আসাদ জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ৩টি ককটেল বিস্ফোরিত হয়। পরিস্থিতি বর্তমান শান্ত বলে তিনি জানান।
এদিকে আওয়ামী লীগের একাধিক গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে দলের কর্মীরা জানিয়েছেন। আবারও যেকোনো সময় সহিংসতার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।