মাথাভাঙ্গা মনিটর: সফলভাবে আট মাসের এক শিশুর মাথা অপসারণ করলেন চিকিত্সকরা। এ লাইনটি পড়ার সাথে সাথে অনেকে ঘাবড়ে যেতে পারেন, তবে ঘাবড়ে যাওয়ার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ঘটনা হচ্ছে, দু মাথাওয়ালা শিশুটির অতিরিক্ত মাথাটি অপসারণ করেছেন ভারতের কোলকাতার অ্যাপোলা হাসপাতালের চিকিত্সকরা।
শিশুটির নাম তোফাজ্জল। ভারতের ত্রিপুরা রাজ্যে আট মাস আগে জন্ম তার। জন্ম হওয়ার পরে তাকে নিয়ে দুশ্চিন্ত হয়ে পড়েন বাবা-মা। ছেলেকে সুস্থ করে তুলতে এ চিকিত্সকের দরজায় ধরনা দেন তারা। কোলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিত্সা চলতে থাকে তার। পাঁচ ঘণ্টাব্যাপি অস্ত্রোপচার চালিয়ে সফল হন তারা।
অ্যাপোলো হাসপাতালের নিউরো সার্জন শিশির দাস বলেন, তোফাজ্জল একটি বিরল? অঙ্গ বিকৃতি নিয়ে জন্মে। তার মাথার ওপর দ্বিতীয় আরেকটি মাথা ছিলো। জমজ মাথাটির ওজন প্রায় এক কেজি এবং সেটাতে ব্রেইন টিস্যু ছিলো। তিনি বলেন, আমি কখনো এতো বড় অস্ত্রোপচার করিনি। এটি খুবই জটিল অস্ত্রোপচার ছিলো। সামান্যতম ত্রুটিতে শিশুটির জীবন প্রদীপ বন্ধ হয়ে যেতো।