গলায়দড়ি ঘাট এলাকা থেকে শিশু সাব্বির উদ্ধার
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নাপিতখালী গ্রাম থেকে আট বছর বয়সী এক শিশুপুত্রকে কে বা কারা কৌশলে অপহরণ করে পাচারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের শিকার শিশুপুত্রকে গলায়দড়ি ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামের শাহজামালের আট বছর বয়সী শিশুপুত্র সাব্বির গতকাল দুপুরে বাড়ির সামনে রাস্তায় খেলছিলো। এ সময় এলাকারই সংঘবদ্ধ পাচারকারী দলের কেউ একজন মামা পরিচয় দিয়ে তাকে চকলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে বাইসাইকেলযোগে মোক্তারপুর মোল্লার বাজার এলাকায় নিয়ে আসে এবং একটি মোটরসাইকেলে তুলে দেয়। শিশুপুত্র সাব্বিরকে মোটরসাইকেলযোগে জিরাট গ্রামে নিয়ে যাওয়া হয় এবং মাথাভাঙ্গা নদীর ধারে বসিয়ে রাখলে শিশুপুত্র বাড়ি যাবো বলে কান্নাকাটি শুরু করে। এ সময় লোকজন আসতে দেখে ধরা পড়ার আশঙ্কায় পাচারকারী কৌশলে সটকে পড়ে। পরে গ্রামের লোকজন তার পরিচয় জেনে বাড়িতে খবর দেয় এবং বিকেল পাঁচটার দিকে শিশুপুত্র সাব্বিরের মা-বাবা তাকে বাড়ি নিয়ে আসেন। তবে কারা অপহরণ করে পাচার করতে চেয়েছিলো তা কেউ বলতে পারেনি। দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব বলেন, এ রকম কোনো ঘটনা আমার জানা নেই।