স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদী মহিলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দু যু্বককে আটক করেছেন ৱ্যাব-১২ সদস্যরা। গতকাল শুক্রবার বিকেল তিনটার দিকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো- ঈশ্বরদী সদর পৌরপাড়া এলাকার শাহীন উদ্দিনের ছেলে রুপক উজ্জামান রুপক (১৯) ও একই এলাকার মাহাবুব হোসেনের ছেলে তৌফিক হোসেন (২০)। ৱ্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, বিকেলে রুপক ও তৌফিক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে ঈশ্বরদী মহিলা কলেজ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহতল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও এক রাউণ্ড গুলি উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।