স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ছুটিপুর থেকে জেআর মামলার আসামি আব্দুল আজিজকে (৩২) আটক করেছে ভগিরথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আশরাফুজ্জামান। গতকাল বৃস্পতিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। সে দীর্ঘ দিন পলাতক অবস্থায় ছিলো। ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল আজিজ দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ছুটিপুর গ্রামের আব্দুল গনির ছেলে। আটকের পরে তাকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে স্থানীয় ফাঁড়ি পুলিশ।