মোটরসাইকেলসহ দুজন মেডিকেল রিপ্রেজেন্টটিটিভের নগদ টাকা ছিনতাই

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা- রামদিয়া সড়কের ঘোষবিলা গলায়দড়ি ব্রিজের নিকট আবারও তাণ্ডব

জামজামি প্রতিনিধি: রামদিয়া-আলমডাঙ্গা সড়কের ঘোষবিলা গলায়দড়ি ব্রিজের নিকট আবারও ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়েছে। গতরাত ৮টার দিকে পিছু ধাওয়া করে মোটরসাইকেল ও আরোহী দুজন মেডিকেল রিপ্রেজেন্টটিভের নিকট থাকা নগদ টাকা মোবাইলফোন ছিনিয়ে নেয়। মারধরও করেছে তাদের। গতরাতেই উদ্ধার হলে দুজনকে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

                জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার রামদিয়া-আলমডাঙ্গা সড়কের ঘোষবিলা গলাইদড়ির ব্রিজের নিকট সন্ধ্যার পর ভূতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। মাঝে মাঝেই ছিনতাইকারীরা তাণ্ডব চালায়। পথচারিদের সব কিছুই কেড়ে নেয়। মারধর করে। গতরাত ৮টার দিকেই একই ব্রিজের অদূরে আবারও ছিনতাইকারীরা তাণ্ডব চালায়। এদের কবলে পড়ে ইউরো ফার্মার রিপ্রেজেন্টটিটিভ আলমডাঙ্গার জগন্নাথপুরের আরাফাত আলী (২৫) ও নিপা ফার্মার প্রতিনিধি গোস্বামী দুর্গাপুরের আসাদুল (২৮)। এ দুজন একই মোটরসাইকেলযোগে আলমডাঙ্গায় ফিরছিলেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে দুজন বলেছে, ওষুধের অর্ডার কেটে ডায়ান মোটরসাইকেলযোগে দুজন একই সাথে ফিরছিলাম। ঘোষবিলা গলাইদড়ি ব্রিজের নিকট পৌঁছুলে কয়েকজন ছিনতাইকারী পিছু ধাওয়া করে। আমরা দ্রুত সরে পড়ার চেষ্টা করি। কিন্তু ছিনতাইকারীরা ধাওয়া করে ধারালো অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে। গায়ের গেঞ্জি খুলে পিঠমোড়া করে সড়কের ধারে ক্ষেতের মধ্যে ফেলে রাখে। মারধরও করে। মোটরসাইকেলটিসহ আরাফাতের নিকট থাকা ২২শ’ ও আসাদুলের নিকট থাকা ৫২শ’ টাকাসহ মোবাইলফোন ছিনিয়ে নেয়। দীর্ঘক্ষণ ঘটনাস্থলে পড়ে থাকার এক পর্যায়ে ঘোষবিলায় ফিরলে বিষয়টি জানাজানি হয়। দুজনকেই চিকিৎসার জন্য প্রথমে জামজামি বাজারে নেয়া হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছায়। পরে পুলিশ তাদেরকে চিকিৎসার জন্য আলমডাঙ্গার একটি ক্লিনিকে নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এ ছিনতাইয়ের সাথে জড়িত তেমন কাউকে ধরতে পারেনি।