দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান
কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে কুড়ুলগাছি ইমমাদুলকে কেরুজ বাংলা মদসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রবিউল ইসলাম এবং এএসআই মেজবাহুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান উপজেলার কুড়ুলগাছি পশ্চিমপাড়ায়। পুলিশ পশ্চিমপাড়ার কিয়ামত আলীর ছেলে ইমদাদুল হককে গ্রেফতার করে তার দেহতল্লাশি চালিয়ে দু লিটার কেরুজ বাংলা মদ উদ্ধার করেন। এ ঘটনায় এসআই রবিউল ইসলাম বাদী হয়ে ওই রাতেই ইমদাদুল হকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।