সেবার মান বৃদ্ধিতে সকলকে আরো আন্তরিক হতে হবে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া আফরিন, দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, সেনেটারি ইন্সপেক্টর শরীফ মোহাম্মদ আ. মতিন, সিনিয়র স্টাফ নার্স নাছিমা খাতুন, এম নুরুন্নবী, মখলেসুর রহমান প্রমুখ। উপজেরা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সাইদুর রহমানের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, হাসপাতালে নিম্নমানের খাবার পরিবেশন, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবসহ সেবার মান নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেবার মান বৃদ্ধিতে সকলকে আরো বেশি আন্তরিক হতে হবে।