জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ এক মাদক সেবনকারীকে আটক করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে উথলী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মো. আমিনুল হকের নেতৃত্বে বিজিবি সদস্যরা গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামে অভিযান চালান। এ সময় তারা আকন্দবাড়ীয়া গ্রামের গাংপাড়ার মৃত শরিফ উদ্দীনের স্ত্রী বিল্লু বানুর বাড়ি থেকে মাদক সেবনকারী আমিনুল ইসলামকে (৩৪) ৪ বোতল ফেনসিডিল ও একটি টিভিএস মোটরসাইকেলসহ আটক করেন। আটককৃত মাদক সেবনকারী আমিনুল ইসলামের বাড়ি দর্শনা শহরের মোবারকপাড়ায়। তার পিতার নাম জিল্লুর রহমান।