খবর: (আলমডাঙ্গার প্রাগপুরে নিজ জামাইকে কুপিয়েছে শ্বশুর)
নদীর পানি ফেঁপেছে
শ্বশুর এবার ক্ষেপেছে-
মামদো ভূতের নাতির ছেলে
ওনার ঘাড়ে চেপেছে।
জামাই বাবু বেড়েছে
মেয়েকে যেই নেড়েছে-
শ্বশুর মশাই লাঠি তুলে
নতুন জামাই তেড়েছে।
নতুন সময় এসেছে
শ্বশুরগুলো হেসেছে-
কপাল খারাপ তাইতো বাপু
জামাইরা সব ফেঁসেছে।
-আহাদ আলী মোল্লা