ঢাকার মালিবাগে যুবক খুন

স্টাফ রিপোর্টার: ঢাকার মালিবাগে গতকাল বুধবার সকালে সন্ত্রাসীদের চাপাতির আঘাতে মোক্তার হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, তিনি ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। মোক্তার হোসেন ১১০/৩ পূর্ব রামপুরায় থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদচর এলাকায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল সোয়া নয়টার দিকে মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় আবুল হোটেলের পেছনে একটি চায়ের দোকানে বসে পরিচিত লোকজনদের সাথে কথা বলছিলেন ও চা খাচ্ছিলেন মোক্তার। এ সময় সাত থেকে আটজন সন্ত্রাসী এসে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোক্তারের স্বজনেরা জানান, মোক্তার মালিবাগ এলাকার দিনমজুরদের নেতা ছিলেন। তার বড় ভাই হানিফ মিয়া জানান, তৈরি পোশাক কারখানার ঝুট নামানো নিয়ে আকাশ দলের সাথে তার বিরোধ চলছিলো। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। খুনের ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।