আলমডাঙ্গা রেলস্টেশনে টিকিট কালোবাজারির এক সদস্যকে স্থানীয় জনতা ধরে পুলিশে দিয়েছে

 

আলমডাঙ্গা ব্যরো: গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা রেলস্টেশনে টিকিট কালোবাজারি, ট্রেনে টিকিট কিনতে যাওয়া এক যাত্রীকে মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় সরোয়ার নামে একজনকে স্থানীয় জনতা ধরে আলমডাঙ্গা থানা পুলিশশে সোপর্দ করেছে।

জানা গেছে, আলমডাঙ্গা রেলস্টেশনে বেশ কয়েক বছর ধরে স্টেশন মাস্টার টোকনের সহযোগিতায় ঢাকা, খুলনা ও রাজশাহীগামী যাত্রীদের জিম্মি করে একটি সিন্ডিকেট ডাবল দামে টিকিট বিক্রি করে আসছে। কোনো যাত্রী স্টেশনে টিকিট কাটতে গেলে স্টেশন মাস্টার সরাসরি বলে কোনো টিকিট নেই। পরবর্তীতে ৩৭০ টাকা দামের টিকিট ৫শ টাকার বেশি দামে অনায়াসে পেয়ে যায়। বিশেষ করে ঢাকাগামী ট্রেনের টিকিট বেশি কালোবাজারি হয়ে থাকে। অনেক যাত্রী ঢাকাগামী একটি চেয়ারকোচের টিকিট ৭৫০ দিয়েও কিনেছে বলে অভিযোগ রয়েছে। গত ১৭ আগস্ট রাতে আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে আলম হোসেন স্টেশনে টিকিট কিনতে যান। এ সময় সাত-আটজনের একটি টিকিট কালোবাজারি দলের সদস্য আলম হোসেনকে ধরে মারধর করে টাকা ছিনতাই করে নেয়। এ বিষয়ে আলম হোসেন বাদী হয়ে থানায় একটি এজাহার দাখিল করেন। গতকাল সন্ধ্যায় গোবিন্দপুর মাঠপাড়ার মনছের আলীর ছেলে সরোয়ারকে স্থানীয় জনগণ ধরে পুলিশে সোপর্দ করে।