আলমডাঙ্গায় ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতায় গতকাল গাংনী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলমাঠে সকাল ১০টা সময় গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় ও সিএইচআর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে খেলা আনুষ্ঠিত হয়। খেলার নিধারিত নব্বই মিনিটে সিএইচআর মাধ্যমিক বিদ্যালয়, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করেন। একই মাঠে দুপুর ১২টার দিকে আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় ও গাংনী দাখিল মাদরাসার মধ্যে খেলা আনুষ্ঠিত হয়।

খেলায় গাংনী দাখিল মাদরাসা, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করেন। খেলার মাঠে উপস্থিত থেকে উৎসাহিত করেন- গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন, গাংনী দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবু তাহের মিয়া, যুবলীগ নেতা ফারুক, শিক্ষক ইউনুছ আলী আশাদুল, মাহফুজ ও আশাদুল প্রমুখ।