৪২ তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন। উদ্বোধনী দিনে আলিয়া মাদরাসার শুভ সূচনা

 

ক্রীড়া প্রতিবেদক: ৪২তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মতিয়ার রহমান, ওবাইদুল হক জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার, বদরখান, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপুসহ বিভিন্ন স্কুল-মাদরাসার ক্রীড়াশিক্ষকগণ। উদ্বোধনী চুয়াডাঙ্গা ফাজিল ডিগ্রি মাদরাসা ৪-০ গোলে মাখালডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে শুভসূচনা করেছে। মাদরাসার পক্ষে ইমাম হোসেন ৩টি ও হাফেজ ফরহাদ ১টি গোল করে। দলের কোচ ছিলেন সাংবাদিক ইসলাম রকিব।

দিনের অপর খেলায় বালিকাদের ফুটবলে নীলমণিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩-১ গোলে চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। দিনের অপর খেলায় প্রতিপক্ষ দল মাঠে উপস্থিত না হওয়ায় চুয়াডাঙ্গা একাডেমী ওয়াকওভার লাভ করে। এছাড়া বালিকাদের খেলায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় ও ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় অনুপস্থিত ছিলো। ফলে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন সরকারিভাবে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ না করা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। খেলাগুলো পরিচালনা করেন আজিজুল হক শীল, আব্দুস সালাম, আব্দুল মালেক, সুমন জোয়ার্দ্দার ও হাফিজুর রহমান।