রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসছে ২০টি

 

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় এবছর কোরবানির পশুর হাট বসছে ২০টি। এরমধ্যে ডিসিসি উত্তরে ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি অস্থায়ী পশুর হাট বসবে। এসব হাটের টেন্ডার আহ্বান করেছে ঢাকা সিটি করপোরেশন। জানা গেছে, অবিভক্ত সিটি করপোরেশনে কোরবানির পশুর হাট বসতো ১৪-১৬টি। ডিসিসি বিভক্ত হওয়ার পর মানুষের চাহিদার প্রেক্ষিতে অস্থায়ী পশুর হাটের সংখ্যাও বাড়ানো হয়েছে। এবার ডিসিসি দক্ষিণে ১০টি অস্থায়ী পশুর হাট বসছে। হাটগুলো হলো- জিগাতলা হাজারিবাগ খেলার মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, মেরাদিয়া বাজার, সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন খোলা জায়গা, গোলাপ বাগ খেলার মাঠ, আরমানিটোলা খেলার মাঠ, উত্তর শাজাহানপুর রেলওয়ে খেলার মাঠ, ধুপখোলা মাঠ, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খেলার মাঠ এবং পোস্তগোলা খালি জায়গা। এদিকে ডিসিসি উত্তরে এবার ৯টি অস্থায়ী পশুর হাট বসবে। হাটগুলো হচ্ছে, উত্তরা আজমপুর প্রাইমারি স্কুলের মাঠ, খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকা সংলগ্ন খালি জায়গা, বনানী রেলস্টেশন সংলগ্ন খালি জায়গা, আগারগাঁও বস্তি সংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিং সংলগ্ন খেলার মাঠ এবং বারিধারা জে ব্লক বাইপাস সংলগ্ন খালি জায়গা (সাবেক নুরের চালা মাঠ) এছাড়াও রাজধানীর সর্ববৃহৎ গাবতলী পশুর হাটও থাকছে কোরবানিতে।  জানা গেছে, এসব হাটের অস্থায়ী ইজারা দেয়ার জন্য ডিসিসি ইতোমধ্যে টেন্ডার আহ্বান করেছে।