মেহেরপুর ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ সদর উপজেলার হরিরামপুর গ্রামের মাদকব্যবসায়ী ইনারুলকে (৩০) আটক করেছে। গতকাল বুধবার এ  আটকের ঘটনা ঘটে।

জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশ মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ব্রিজের নিকট অভিযান চালায়। ওই সময় পুলিশ তার নিকট থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।