মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ায় পাহাড়ের চূড়া থেকে খাদে পড়ে একটি বাসের ৩২ জন যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার ওই বাসের যাত্রীরা একটি বিনোদন কেন্দ্র থেকে ফেরার পথে ২০০ ফুট নিচে পড়ে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্ধারকারী দলের কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তা আজিজান ইসমাইল সাংবাদিকদের ৩২ জন মৃত্যুর খবর নিশ্চিত করেন। উদ্ধারকর্মীরা ১৭ জনকে কাছের একটি হাসপাতালে ভর্তি করেছে। মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত জেনটিং হাইল্যান্ড দেশটিতে সরকার কর্তৃক স্বীকৃত একমাত্র বৈধ নৃত্যশালা।