ঝিনাইদহ অফিস: পুলিশ হত্যা মামলায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শহিদুল ইসলাম নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে হরিণাকুণ্ডুর কাদিখালী রামচন্দ্রপুর গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক। হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের এ নেতাকে গ্রেফতার করা হয়েছে। জামায়াত নেতা শহিদুল ৩ মার্চ পুলিশ কন্সস্টেবল গাজী ওমর ফারুক হত্যা মামলার আসামি।