টিপ্পনী

 

খবর: (অবৈধ হচ্ছে ডেসটিনিসহ ৫৩টি এমএলএম কোম্পানির নিবন্ধন)

 

খুব খেয়েছো খুব খেয়েছো

এবার খাওয়া বাদ দাও,

সময় খারাপ আগে ভাগে

মাথার ওপর হাত দাও।

 

সামনে বিপদ আসছে এবার

যাও মাড়িয়ে পগার,

পাচ্ছো না আর মনের মতো

সুস্বাদ কচি ডগার।

 

লেজ গুটিয়ে যাও গো বাপু

উল্টো দিকে হাওয়া,

টাকার মাঠে হয়তো তোকে

আর যাবে না পাওয়া।

-আহাদ আলী মোল্লা