ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির আয়োজনে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম ফজলুল হক পিরু বিশ্বাসের স্মরণে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেল ৪টায় কুকিয়াচাদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুন্নবী ছামদানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি একাংশের সভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি জেলা আইনজীবি সমিতির সভাপতি এমএম শাজাহান মুকুল, জেলা মহিলা দলের সভাপতি রওফুন নাহার রীনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির যুগ্মসম্পাদক মাহামুদুল হক পল্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের আহ্বায়ক খালেদ মাহামুদ মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুল হক, জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী ও সহসভাপতি রায়হান। উপস্থিত ছিলেন সাইদুর রহমান, মিলন, আব্দুল মান্নান, হাফেজ মাহাবুব, মানিক জোঃ, আতিয়ার মালিথা, ডা. কাশেম, ছানোয়ার বিশ্বাস, নবীছদ্দিন মণ্ডল, খাইরুল, হিরু বিশ্বাস, আরিফ, মইদুল, খোরশেদ, লাল্টু ছালাম, বিল্লাল হোসেন প্রমুখ।