ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর বিজিবি জোয়ানরা ভারত থেকে অবৈধ উপায়ে আনা এক জোড়া ঘোড়া ও এক মোষ উদ্ধার করেছে। এগুলো গতকাল রোববার জগন্নাথপুর বিওপি ক্যাম্পে প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে।
দামুড়হুদার জগন্নাথপুর বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক হাজি আব্দুল হান্নান জানান, গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিজিবি’র জোয়ানরা দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রাম দিয়ে যাওয়ার সময় এ অবৈধ ঘোড়া ও মোষ আটক করেন। মেহেরপুরের গাংনী উপজেলায় এগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো। এ গুলোর কোনো বৈধ ভ্যাটের কাগজপত্র ছিলো না। রোববার জগন্নাথপুর বিওপি ক্যাম্পে প্রকাশ্য নিলামে ঘোড়া-মোষগুলো বিক্রি করা হবে বলেও তিনি জানান।