ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত ও ৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের ভাণ্ডারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাণ্ডারিপাড়া গ্রামের ভবেশ চন্দ্র অধিকারী (৩৫) ও তার ছেলে স্কুলছাত্র অনিক চন্দ্র অধিকারী (৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবেশ চন্দ্র অধিকারীর ছেলে খয়েরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। দুপুর ১২টার দিকে তিনি বাইসাকেলযোগে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে স্কুলের পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পিতা ও পুত্রের মৃত্যু হয়। সে সময় মাইক্রোবাসেরচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি পাশের খাদে উল্টে পড়ে। এতে ৫ মাইক্রোবাসযাত্রী আহত হয়। আহত প্রতীক কুমার, মহিদুল ইসলাম, মিহির কুমার, টোকন ও রিহাদকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভাণ্ডারিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।