মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে শিশু ও নারীসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সামন্তা পাথরা রোডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মহেশপুর, চৌগাছা ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, গতকাল শনিবার সকাল ১০টার দিকে সামন্তা-মহেশপুর সড়কের পাথরা মোড়ে একটি গরুকে বাঁচাতে গিয়ে মিলনরোজী এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় মিল্টন, রাজ্জাক, মহিন, মালেখ, আতিকুল, আবুবকর, নিয়ামত আলী, আলাউদ্দিন, হিরা, মিন্টু, মিনা, আলী হোসেন, সাব্দার, করিম, কামাল, সফিউল, রকিবুল, হাসানসহ প্রায় ৩০ জন যাত্রী আহত হয়। আহতদের মহেশপুর, চৌগাছা ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মিল্টনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।