ড. রাধা বিনোদ পাল মডেল ভিলেজর স্মৃতিফলক উন্মোচন উপলক্ষে মিরপুর উপজেলার কাকিলাদহে প্রস্তুতিসভা

No Image

আলমডাঙ্গা ব্যুরো: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কর্তৃক আগামী ২৮ আগস্ট আন্তর্জাতিক আদালতের বিশ্ব নন্দিত বিচারক ড. রাধা বিনোদ পাল মডেল ভিলেজের স্মৃতিফলক উন্মোচন উপলক্ষে গতকাল মিরপুর উপজেলার কাকিলাদহে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব শমসের আলী মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদ নেতা আনিসুজ্জামান জম, মুক্তিযোদ্ধা রাহান আলী, কুর্শা ইউপির সাবেক চেয়ারম্যান সামসুল আলম, সদরপুর ইউপির সাবেক চেয়ারম্যান তাহের আলী চৌধুরী। কাটিলাদাহ কাজি নজরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আব্দুল হালিম, আবু বকর চৌধুরী, লাইমান মাস্টার, মুক্তিযোদ্ধা কোরবান আলী, ডা. নুরুল ইসলাম, জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, মোসাদ্দেক আলী প্রমুখ।

উল্লেখ্য, ড. রাধা বিনোদ পাল মিরপুরের কাকিলাদহের সন্তান। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কলিকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন।