স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশ মাইল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দু আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- মিরপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামের আকাশ আলী (২৩) ও সদর উপজেলার কবুরহাট এলাকার শাওন আলী (২০)। আহত জুয়েল আহমেদকে (১২) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া নওদাপাড়া থেকে আকাশ, শাওন ও জুয়েল মোটরসাইকেলযোগে ভেড়ামারার বারো মাইলে যাচ্ছিলেন। দশ মাইল এলাকায় একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুর দেড়টার দিকে আকাশ ও শাওনের মৃত্যু হয়। দুজনের লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালমর্গে রয়েছে। কুষ্টিয়া মডেল থানার এসআই নাজমুল হোসাইন দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।