খোশ আমদেদ মাহে রমজান

 

প্রফেসর . মুহাম্মদ ইউসুফ আলী: আজ ১৪ রমজান। পুণ্যময় বৈশিষ্ট্যের আধার এই মাসের প্রতিটি মুহূর্তই আল্লাহর কাছে দামি। তারাবির নামাজ হলো রমজানের সৌন্দর্য । যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে (বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাঈ)। নাযন ইবনে শায়বান (রাঃ) থেকে বর্ণিত হাদিসে হুজুর (সাঃ) এরশাদ করেছেন, আল্লাহ তোমাদের ওপর রমজানের রোজাকে ফরজ করেছেন এবং আমি তোমাদের ওপরের তারাবির নামাজকে সুন্নত সাব্যস্ত করেছি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা ও তারাবির নামাজ আদায় করবে সে এমনভাবে গোনাহ্মুক্ত হবে যেন এইমাত্র তার মা তাকে প্রসব করলো (ইবনে মাজাহ)। তারাবির নামাজ অত্যধিক গুরুত্বপূর্ণ একটি আমল। রসুল (সাঃ) তারাবি নামাজের ব্যাপারে সাহাবীদেরকে খুব উৎসাহিত করতেন (মুসলিম)। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা রমজান মাসে রসুল (সাঃ) স্বীয় ঘর হতে বের হয়ে দেখতে পান যে, মসজিদের এক পাশে কিছু সাহাবী নামাজ আদায় করছে। তিনি জিজ্ঞাসা করেনঃ এরা কি করছে? তাকে বলা হলো- এদের কোরআন মুখস্ত না থাকায় তারা উবাই ইবনে কা’বের (রাঃ) পেছনে মুকতাদি হিসেবে তারাবির নামাজ আদায় করছে। নবী করীম (সাঃ) বলেন, তারা ঠিকই করছে (আবু দাউদ: ২/১৩৭৭)। এই নামাজ সুন্নত হওয়ার ব্যাপারে সকল ইমাম এক মত। তারাবির নামাজের ফজিলত হুজুর (সাঃ) এর কাছে এতো বেশি ছিলো যে, তিনি জামাতের সাথে সাহাবীদের নিয়ে এই নামাজ বেশ কয়েক দিন আদায় করেছিলেন (ছিহাহ্ সিত্তার সকল কিতাব)। হযরত উমর (রাঃ)-এর খেলাফত কালে সাহাবীরা রমজানে ২০ রাকাত তারাবি ও ৩ রাকাত বিতর পড়তেন। এটাই শেষ পর্যন্ত স্থির করা হয় (মুয়াত্ত মালিক, তারাবিহ অধ্যায়)। সুনানে বায়হাকিতে ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, হুজুর (সাঃ) রমজানে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করতেন। যাক্ওয়ান আবু আমর (রঃ) নবী করীম (সঃ)-এর সহধর্মিণী আয়েশা (রাঃ)-এর ক্রীতদাস ছিলেন। ওই যাক্ওয়ান রমজান মাসে তারাবির নামাজ পড়তেন এবং আয়েশা (রাঃ) তার পেছনে অন্যদের সাথে মুকতাদী হয়ে নামাজ পড়তেন অথবা তার কোরআন পাঠ শুনতেন (মুয়াত্ত মালিক, তারাবি অধ্যায়)। সাহাবায়ে কেরামের যুগ থেকেই দীর্ঘ চৌদ্দশত বছর যাবত মক্কা মোকাররমা ও মদিনা মনোওয়ারার হারামাইন শরিফে ২০ রাকাত তারাবির নামাজ এবং ৩ রাকাত বিতর নামাজ জামাতে আদায় হয়ে আসছে। তাই আসুন, আমরা সবাই রমজানের তারাবির নামাজ যথাযথভাবে আদায় করি। (লেখক: অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়)।